মোঃ সজিব হোসাইন , জেলা প্রতিনিধি টাঙ্গাইলঃ
আসন্ন পবিত্র ঈদুল ফিতর কে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসীতে “বন্ধুত্বের বন্ধন-এস. এস. সি.৯৮ সংগঠন” এর উদ্যোগে ২৫০ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২২ মে) সকাল ১১ টায় উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের এসএসসি-১৯৯৮ ব্যাচের “বন্ধুত্বের বন্ধন-৯৮ সংগঠন” এর উদ্যোগে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল ২প্য সেমাই, দুধ ,ও চিনি।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সরোয়ার ই আলম, মারুফুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মাসুুম, সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান সুমন, রেজাউল করিম,
কোষাধ্যক্ষ আছর উদ্দীন, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম, সদস্য ইমরান হাসান, নুরুজ্জামান, আব্দুল মালেক প্রমুখ।
সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মাসুুম বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে অসহায ও় দুস্থদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য ঈদ সামগ্রী এবং কিছু কাপড় বিতরণ করছি। এছাড়াও বিভিন্ন সময়ে কাউকে টাকা দিয়ে কর্মমুখি করে তোলার চেষ্টা করেছি।
তিনি আরো বলেন, এ বছর প্রাণঘাতী করোনার প্রভাবে সকলের ঘরে বসে আছেন। অর্থনীতি প্রায় অচল। অবস্থায় খেটে খাওয়া অসহায় মানুষ গুলোর পাশে থেকে তাদের মুখে মিষ্টি হাসি ফুটাতে আমাদের ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি। প্রতি বছর আমাদের সংগঠন থেকে ৩০% আমরা আমাদের অনুদান ফান্ডে জমা করি এবং তা বিভিন্ন সামাজিক উন্নয়ন ও খেটে খাওয়া মানুষের সহযোগিতায় ব্যায় করে আসছি।
Leave a Reply