বিনোদন ডেস্কঃ
এই প্রথম জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবর এর “তোকে নাহ ছেড়ে যাবো” শিরোনামে অফিসিয়াল গানটির মিউজিক ভিডিওতে
মডেল হলেন ফেনীর ছেলে সালমান আসিফ ও মডেল পায়েল। গত ১৪ ফ্রেবরুয়ারি চট্রগ্রাম জিয়া পার্কে বিভিন্ন লোকেশনে শুটিং হওয়া গানটি মিউজিক ভিডিও আজ শুভ মুক্তি পেলো সোশ্যাল মিডিয়ায়।
এই মিউজিক ভিডিও নিয়ে সালমান আসিফ দৈনিক প্রভাতবার্তাকে জানান, ছোট বেলা থেকে আমি আসিফ আকবর এর ফ্যান। উনার গান আমার অনেক প্রিয় খুব ইচ্ছে ছিলো এক দিন উনার গানে মডেল হবো অবশেষে ইচ্ছে পূ্রন হলো। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আগামীতে আপনাদের আরো ভালো কিছু উপহার দিতে পারি। “তোকে নাহ ছেড়ে যাবো” গানের মিউজিক ভিডিও মুক্তির আনুষ্ঠানিকতা করা যায় নি, করোনা পরিস্থিতির কারনে। তবে আশাকরি গানটি সকলের নিকট গ্রহনযোগ্যতা পাবে।
পরিচালনায়ঃ আসাদুজ্জামান আজাদ
কথাঃ এ কাদের।
মিউজিকঃ মুশফিক লিটু।
ড্রান্স করিওগ্রাফারঃ নূহ রাজ।
মিডিয়া পার্টনার এএনবি এন্টারটেইনমেন্ট ।