চালু হলো করোনার (কোভিড-১৯) নমুনা সংগ্রহের বিশেষায়িত গাড়ি
মোঃ সেলিম মিঞা, কালিহাতি (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
কালিহাতি উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা পরিষদের অর্থায়নে কালিহাতিবাসীর জন্য চালু হলো করোনা স্যাম্পল কালেকশনের বিশেষায়িত গাড়ি। এই গাড়ির মাধ্যমে রোগীর বাড়িতে গিয়েই এখন করোনার (কোভিড-১৯) নমুনা সংগ্রহের সম্ভব হবে ফলে নমুনা দিতে যাওয়া আসার পথে রোগ সংক্রমণের ঝুকি কমে যাবে এবং স্বাস্থ্যকর্মীরাও গাড়ির ভিতরে থেকে পিপিই ছাড়াই নিরাপদে নমুনা সংগ্রহ করতে পারবেন। গাড়িটি আজ বৃহস্পতিবার (৪ জুন) শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল-৪ আসনের মাননীয় সাংসদ জনাব আলহাজ্ব মোঃ হাছান ইমাম খান সোহেল হাজারী মহোদয়।
Like this:
Like Loading...