শ্রাবণের বৃষ্টি ছিলোনা কাল রাতে
আকাশটাও ছিলোনা গুমোট অন্ধকারে।
আলোহীন ঘরে শুষ্ক নিরানন্দ মন
গুমরে কেঁদেছে কেন যে ক্ষণে ক্ষণ।
পতিত জমির নির্গত নোনা জলে
বিরহের চাপ বেড়ে যায় বহুগুণে।
আষাঢ়ের চেয়ে ভয়ংকর মুষলধারে
বৃষ্টি নামে একূল ওকূল জুড়ে।
অথৈ জলে জীবন তরী
তোমার হাতে বৈঠাখানি।
শক্ত হাতে চালাও তৈরী
খেয়াপারের ওগো জলদেবী।
বিধ্বস্ত মনোজগতে আধো আধো ঝাপসা চোখে
দেখি পথের নিশানা ভুলে তুমি চলো আঁধারের পথ ধরে।
নির্জন ধ্যানে লোকচক্ষুর আড়ালে
দেখি হিসেবের খাতা খুলে।
যোগ বিয়োগ সমীকরণে
ভুল ছিলো জীবনের প্রতি কদমে।
অবশেষে ডেকে বলি তাঁরে
পিছু হটে যাও চলে যে পথে।
জীবনের গল্প ছবি আঁকা সবই তোমায় ঘিরে
এই গ্রহের শেষ সন্ধ্যা তারার দিনে।