হাসান সোহান, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
কামারখন্দ উপজেলার চর বাঁশ বাড়ীয়া গ্রামে যুব সমাজের উদ্যোগে এক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেন। আজ উক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (৪ জুলাই) বিকাল ৫ টায় চুড়ান্ত পর্বে নির্বাচিত দল ইয়াং স্টার স্পোর্টিং ক্লাব ও লায়ন স্টার স্পোর্টিং ক্লাবের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে রেফারির দায়িত্বে ছিলেন মুন্না কাদের এবং তার সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেছেন খোকন ও লতিফ।
করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে দর্শক সারিতে দর্শক কম থাকলেও খেলাটি ছিল জাকজমকপূর্ণ, খেলার নির্ধারিত সময়ের মধ্যে কোন গোল না হবার কারনে খেলাটি পেনাল্টিতে পৌঁছায়।
এতে ইয়াং স্টার স্পোর্টিং ক্লাব ৪ -০ গোলে জিতে যায়। লায়ন স্টার স্পোর্টিং ক্লাবে গোলকিপার মুনসুর হেলাল কোন বল জাল থেকে ফেরাতে পারেনি। ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের পক্ষে থেকে কিক করেন মুস্তাকিম, ইয়াকুব, ছাব্বির ও ওমর।
অপরদিকে ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের গোলকিপার সৌরভ রক্ষণশীল ভুমিকা পালন করেছেন। সৌরভের জালে কোন বল পাঠাতে পারেনি লায়ন স্টার স্পোর্টিং ক্লাব।