শাহীন ইসলাম বরিশাল জেলা প্রতিনিধি
বরিশালের বানারিপাড়ায় আউয়ার গ্রামের দুলাল লাহারির আদরের ছোট মেয়েকে ধর্ষন করে নৃশংস ভাবে হত্যা করে নদীতে ফেলে দেয়।
অভিযোগের প্রক্ষিতে বানারীপাড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা(ডুবুরি) দ্বারা কয়েক ঘন্টা যাবত উদ্ধার কার্যক্রমের পরে আজ ৮ জুলাই বুধবার (বিকাল ৫: ৪৫মি.) আয়শা(১২)’এর লাশ উদ্ধার করে।
জানা গেছে তার পায়ের সাথে ইট/পাথর বেধে নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছিলো!
ইতিমধ্যে পুলিশ আসামীদেরকে মধ্য কয়োকজনকে আটক করেছে।
এটা নিয়ে বানারীপাড়া সাধারন মানুষের প্রশাশনের কাছে আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানিয়েছে। তারা আর ও ব্যক্ত করেছেন যদি আসামিদের দৃষ্টান্ত মূলক শাস্তি পায় তাহলে হয়তো একটু হলেও মেয়েটার আত্মায় শান্তি পাবে! এই সব নর পশুদের জনসম্মুখে ফাঁসি দেয়া উচিত, যাতে ভবিষ্যৎতে আর কেউ এই দরনের অপরাধ করতে সাহস না পায়।
Leave a Reply