Friday , July 30 2021
Breaking News

ঘুড়ির খোঁজে লৌহজং নদীতে নেমে নিজেই নিখোঁজ

মোঃ সেলিম মিঞা, কালিহাতি (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতিতে ঘুড়ি আনতে গিয়ে লৌহজং নদীর পানিতে ডুবে মজিবর (৪০) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।‌

ঘটনাটি ঘটেছে কালিহাতি উপজেলার এলেঙ্গা পৌরসভার বাঁশি গ্রামে। এলেঙ্গা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কালাম ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, নিখোঁজ মজিবরের বাড়ি ময়মনসিংহের ভালুকায়। তিনি কালিহাতি উপজেলার এলেঙ্গায় ভাড়া বাসায় থেকে রিক্সা চালিয়ে সংসার চালাতেন। পরে সখের বসে রবিবার (১৯জুলাই) দুপুরে ঘুড়ি উড়াতে তার শশুর বাড়ি এলেঙ্গা পৌরসভার বাঁশি গ্রামে যায় এবং ঘুড়ি উড়িয়ে দেন কিন্তু বাতাস না থাকায় ঘুড়িটি বাঁশি ঈদগাহ মাঠ সংলগ্ন লৌহজং মাঝ নদীতে পড়ে গেলে মজিবর ঘুড়িটি আনতে সাঁতার দেন। কিছুদূর সাঁতরিয়ে হাঁপিয়ে যাওয়ায় আর আগাতে না পেরে পাড়ে ওঠার চেষ্টা করে এবং বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে স্থানীয় এক ব্যক্তি তাকে উদ্ধার করার জন্য নদীতে নেমে বাঁচানোর চেষ্টা করে কিন্তু নদীতে প্রচন্ড স্রোত থাকায় সেই চেষ্টা বিফলে যায় এবং মূহুর্তের মধ্যেই মজিবর পানির তলদেশে ডুবে যায়। পরে স্থানীয়রা এলেঙ্গা ফায়ার সার্ভিসকে খবর দিলে টাঙ্গাইল থেকে ডুবুরি দল এনে সাড়ে পাঁচ ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করে নিখোঁজ ব্যক্তিকে না পাওয়ায় সন্ধ্যা ৭ টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন।
এখন পর্যন্ত মজিবরের কোন সন্ধান পাওয়া যায়নি।

About shahin

Check Also

নবীন ও প্রবীন ফেনীর মিডিয়া ও গণমাধ্যম কর্মীদের মিলনমেলা অনুষ্ঠিত!

চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধিঃ আজ রাতে শহরে একটি চায়নিজ রেস্টুরেন্টে এই মিলন মেলার আয়োজন করা হয়। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: