“তুই-গুলোমুলো”
মোঃ ইমরান হাসান
আমি বাতাসে তোর প্রেমের গন্ধ পাই-
সকালে সূর্যের ঝলমলে আলোতে তোর হাসি দেখতে পাই
পূর্নিমার চাঁদের জোছনার মাঝে তোর রূপের রহস্য খুঁজে পাই!
প্রকৃতির এই মহা-মিলন মেলায় আমি তোকেই খুঁজে পাই!
বর্ষায় রিমঝিম বৃষ্টির শুব্দে তোর কণ্ঠের আওয়াজ শুনতে পাই।
আমি ক্যাম্পাসের ফুসকার প্লেটেও তোর অনুভূতি খুঁজে পাই!
আকাশে সাদা মেঘের ভেসে যাওয়ায় তোকে দেখতে পাই!
দুপুরের তপ্ত নীল আকাশের দিকে তাকিয়ে তোকেই পেয়ে যাই-
আমি বইয়ের পাতায়,কবিতার প্রতিটি লাইনে তোর ভালবাসা খুঁজে পাই!
যখন কোনো কিছু ভেবে ক্লান্ত হয়ে যাই, তখনও ভাবনা জুড়ে তোকেই পাই!
চায়ের কাপে চুমুকের ফাঁকে বন্ধুরা যখন প্রেমের গল্প বলে যায়, আমি তখন তোকেই পাই!
জীবনের প্রতিটি ধাপে,প্রতিটি মূহুর্তে তোর অনুভূতি গুলোই যেন খুঁজে পাই!
আমি কবি নয় তবুও কবিতার লাইন লিখতে, তোর কথায় লিখে যাই!
আমি গায়ক নই কিন্তু গানের সুরেও তোকে খুঁজে পাই।
তুই ভালবাসা, তুই প্রেম,তুই অনুভূতি,তুই আবেগ!
তুই সুখ-দুঃখ! হাসি-কান্না!জীবন-মরণ।
হ্যাঁ তুই আমার ভালবাসা, হ্যাঁ তুই আমার গুলোমুলো!