স্বর্ণা মোঃ আমির হামজা হে কত সুন্দর তোমার মুখ খানি তোমাকে দেখিলে মনে হয়। তোমার মুখে তাকালে মনে পড়ে আমিরের স্মৃতি। কেমনে সাজিয়েছ তোমার মুখ খানি ভুলিতে পারিনি স্মৃতি খানি। হে কেষ্ট তুমি কেমনে থাক একা আমি ভাবি তোমার কথা।