শেখ মাহফুজ আলম ,ঈশ্বরদী : চলমান করোনাকালে অস্থির হয়ে পড়েছে গোটা বিশ্ব । কমহীন হয়ে পড়েছে অসংখ্য মানুষ । ঘরবদ্ধ হয়ে পড়েছে সকল মানুষ । বিকেল হতেই দেখা মিলে আকাশে উড়ছে রংবে,রঙ্গের ঘুরি ।গ্রাম বাংলার চীর চেনা একটি দৃশ্য । এমটি বতমানে খুব একটা চোখেই পরে না ।