মোঃ আরিফুল ইসলাম (আরিফ)
ভূঞাপুর উপজেলা প্রতিনিধিঃ টাংগাইল।
টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের চর বকশিয়া গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে মরহুম আলহাজ্ব আব্দুল গনি সরকার জন্মগ্রহণ করেন।
তার পিতার নাম মরহুম পাষান মুন্সী ছোটবেলা থেকেই আলহাজ্ব আব্দুল গনি সরকার পরিশ্রমী, মেধাবী ও ধার্মিক মানুষ ছিলেন।
যখন তার বিয়ের বয়স হয় ঐ একই গ্রামের সবচেয়ে সুনামধন্য দশ গ্রামের মাতাব্বর হিসেবে পরিচিত ধনাঢ্য ব্যক্তি, আলহাজ বাহার উদ্দিন ওরপে (বাহার উল্যাহ হাজী) সাহেবের ভাতিজি সব গুণে গুণান্বিত মুরহুমা সালেহা বেগম কে নিয়ে সংসার বাঁধেন।
এই গুনি মানুষ গত (১৮ নভেম্বর) ২০০৪ ইং তারিখ বার্ধক্য জনিত কারণে না ফেরার দেশে চলে যায়।
আলহাজ্ব আব্দুল গনি সরকারের সুনাম ছিল এলাকায়, সংসার জীবনে তার ছয় ছেলে ও এক মেয়ে। ছেলে ও মেয়ে সবাই বিবাহিত।
সবচেয়ে কনিষ্ঠ ছেলে সাদা মনের মানুষ ইঞ্জিনিয়ার মোঃ বেলাল হোসেন দুবাই প্রবাসী মেধার যোগ্যতা বলে সরকারী ভাবে বিদেশ পাড়ি দেন। সেখানে তিনি দুবাই ইলেক্ট্রিসিটি এন্ড, ওয়াটার অথরিটিতে সরকারি চাকরিজীবী হিসেবে কর্মরত রয়েছেন।
তার বাবার মতো তিনিও একজন মেধাবী ও পরিশ্রমী মানুষ। এলাকায় তারও অনেক সুনাম রয়েছে এবং তার মাধ্যমে গ্রামের অনেক মানুষ উপকৃত হয়েছেন। অনেক বেকার যুবক ও গরীব মানুষদের আর্থিকভাবে সহযোগিতা করে তাদের পাশে দাঁড়িয়েছেন
শুধু তাই নয় গ্রামের বাড়ির পাশেই সুন্দর ঝকঝকে চকচকে বাবা-মায়ের আত্মার মাগফেরাত কামনায় আল্লাহর ঘর ফাউন্ডেশন বিশিষ্ট একটি মসজিদ নির্মাণ করেন। মসজিদের পাশেই রয়েছে পারিবারিক কবরস্থান সেখানেই সমাহিত করা হয়েছে মরহুম আলহাজ্ব আব্দুল গনি সরকার ও তার সহধর্মিণী মরহুমা সালেহা খাতুন কে।
মরহুম আলহাজ্ব আব্দুল গনি সরকার সাহেবের জন্য তার ছেলে মেয়ে নাতি-নাতনি ও আত্মীয়-স্বজন সবাই দোয়া চেয়েছেন।
Leave a Reply