বিশেষ প্রতিনিধিঃ-
ফেনী প্রেসক্লাবের আয়োজনে গণমাধ্যম কর্মীদের মেধাবী সন্তানদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ০৩ ই ডিসেম্বর দুপুরে ফেনীর অভিজাত বেষ্ট ইন রেষ্টুরেন্টের কনফারেন্স হলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে কীর্তি শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট ও সনদ তুলে দেন- অনুষ্ঠানের প্রধান অতিথি ফেনী জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ফেনীর পৌর মেয়র হাজী আলা উদ্দিন, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাহুল আহমেদ চৌধুরী সোহেল। স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন।
ফেনী’ প্রেসক্লাব সভাপতি জসিম মাহমুদের সভাপতিত্বে ও সাপ্তাহিক প্রতিক্রিয়ার প্রধান সম্পাদক- নিজাম উদ্দিন’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন – ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজালাল রতন, সাবেক সাধারন সম্পাদক- জামাল উদ্দিন ছুট্রু, ফেনীর সময় পত্রিকার সম্পাদক শাহাদাত হোসেন, দৈনিক নয়া পয়গাম পত্রিকার সম্পাদক এনামুল হক পাটোয়ারী। এন এন জীবন, সাধারন সম্পাদক- এসএম ইউছুফ আলী, ফেনী’ রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক- যতন মজুমদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক- আমির হোসেন বাহার। উপস্হিত ছিলেন ফেনী প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি শেহাব উদ্দিন লিটন, যুগ্ম সাধারন সম্পাদক কাপি দিদার, কাজী হাবিবুল্লাহ সুমন, কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক মিজানুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ, দপ্তর সম্পাদক আমিন চৌধুরী,সমাজ কল্যাণ সম্পাদক হাসান মাহমুদ, সোনাগাজী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মনির আহমেদ, সাহিত্য সম্পাদক সফিউল্লাহ রিপন, হাবিব মিয়াজী, এস এইচ খোকন, নাঝিম চৌধুরী, আলী হায়দার মানিক প্রমুখ।
উক্ত সংবর্ধনায় ফেনীর সাংবাদিকদের ১৩জন মেধাবি সন্তানকে পুরষ্কৃত করা হয়।