আরিফুল ইসলাম (আরিফ)
ভূঞাপুর উপজেলা প্রতিনিধিঃ টাংগাইল।
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য রাতের আঁধারে ভেঙে ফেলার প্রতিবাদে গত সোমবার বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। ভূঞাপুর উপজেলা যুবলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করা হয়। ভূঞাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা মনিরুল ইসলাম বাবু বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেন।
উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা বাস-ট্রাক মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা সহ স্থানীয় আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেত্রী বৃন্দ।।
উক্ত বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ জানানোর মাধ্যমে শেষ হয়।