মোঃ সজিব হোসাইন
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুর বাস স্ট্যান্ড হতে ১৬ই ডিসেম্বর বিকেল ৩টায় রাসেল(১৫) নামে এক কিশোর ছেলে হারানো গিয়েছে।
ঘাটাইল উপজেলার রুপের বয়ড়া গ্রামের মোঃ বাবলু রহমানের ছেলে রাসেল ।
ছেলে টি ফর্সা , লম্বা।
ছেলেটি প্রচন্ড এক রোগা।
পরিবারের ধারণা কোন কারন ছাড়াই হয়তো কোথাও চলে গেছে। আত্মীয়-স্বজন সকলের বাড়িতে খোঁজ খবর নেয়া হয়েছে এবং আশেপাশের শহরগুলোতেও খোঁজখবর নেয়া হয়েছে।
মাতা-পিতা প্রচন্ডভাবে ব্যাকুল হয়ে পড়েছেন।
যদি কারো নজরে পড়ে দয়াকরে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করবেন।
মোবাইল: 0179117984
মোঃ বাবলু রহমান
রূপের বয়ড়া ঘাটাইল।