হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিশেষ অভিযানে ১শ ১০পিচ ইয়াবা ট্যাবলেট, ২কেজি ৬’শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ ৩জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়।
থানা সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের চর শিহারী গ্রামের সুলতান খানের ছেলে ইয়াবা ব্যবসায়ী জেবিন খান (২৪)কে বুধবার ভোর রাতে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে ১শ ১০পিচ ইয়াবা ট্যাবলেট ও উপজেলার জাটিয়া ইউনিয়নের দরগাপাড়া থেকে নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামের দুলাল মিয়া (৩০)কে ২কেজি ৬’শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন এস আই শাওন চক্রবর্তী।
অপরদিকে উপজেলার সোহাগী ইউনিয়ন হাটুয়ালিয়া গ্রামের মারামারি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুর রশিদকে নেত্রকোনা জেলা দূর্গাপুর উপজেলার সীমান্তবর্তী শ্বশুরবাড়ী কুল্লাপাড়া এলাকা থেকে গ্রেফতার করেন এএসআই মহসীন আলম।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের মিয়া জানান, বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী ও একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের এমন বিশেষ অভিযান অব্যহত থাকবে।