হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলার রাজিবপুর ইউনিয়নের চেয়ারম্যান এ. কে এম. মুদাব্বিরুল ইসলাম ।
নিজস্ব অর্থায়নে আজ সকালে রাজিবপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের গরিব দুঃখী অসহায় মানুষদের মাঝে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে শীতের বস্ত্র ও মাক্স বিতরণ করেন। এলাকার অসহায় গরিব দুস্থ শীতার্ত মানুষের হাতে একটি করে কম্বল তুলে দেন। এসময় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ এলাকার গণ্য মান্য ব্যক্তি বর্গ উপস্থিত উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণ শেষে চেয়ারম্যান এ. কে এম. মুদাব্বিরুল ইসলাম বলেন,গরীব দুঃখী মানুষের মাঝে সুখে দুঃখে ও এলাকার উন্নয়ন মূলক কাজ সব সময় পাশে পাবেন। এ ছাড়াও রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান যে কোন সমস্যা হলে সাথে সাথে যোগাযোগ করার জন্য। এলাকার উন্নয়ন মূলক কাজে সর্বদাই সবসময় সকলেরপাশে থাকবো।