প্রভাত বার্তা ডেস্কঃ
মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ এই স্লোগান কে সামনে রেখে কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের উদ্যোগে সচেতনতামূলক গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াছমিন ও কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলম চাঁদ করোনাভাইরাসের তৃতীয় ঢেউ মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টিতে কাজ করার পাশাপাশি মাস্ক বিতরণ করেছে কাপাসিয়া থানা পুলিশ। করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে কাপাসিয়া থানা পুলিশের ব্যাপক ভূমিকা লক্ষ করা যাচ্ছে। করোনা প্রতিরোধ করতে কাপাসিয়া থানা পুলিশের উদ্যোগে বিভিন্ন হাটবাজারে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ মোকাবিলায় কাপাসিয়া উপজেলার বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ করা হয়
। এসময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল ফারজানা ইয়াছমিন, কাপাসিয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলম চাঁদ , ওসি তদন্ত মোঃ মনিরুজ্জামান, ওসি অপারেশন আমিরুল ইসলাম, সাংবাদিক নুরুল আমিন, সাংবাদিক শাকিল, সাংবাদিক এসএম মাসুদ, এসআই পলাশ , এসআই বশিরউদ্দিন, এএসআই আল মামুন, এসআই নাহিদ হাসান, এসআই আমিনুল ইসলাম, এসআই সাজ্জাদুর, কনস্টেবল জব্বার, কনস্টেবল রুবেল,
কনস্টেবল আব্দুর রউফ, কনস্টেবল নজরুল, কনস্টেবল মঞ্জু,, কনস্টেবল আব্দুর রাজ্জাক, সাংবাদিক জাহাঙ্গীর আলম এসআই আব্দুল আলীম, প্রমুখ। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন ও কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ আলম চাঁদ নিজে ফোর্সসহ কাপাসিয়া উপজেলার হাটবাজারে গিয়ে মাস্ক বিতরণসহ করোনা প্রতিরোধে করণীয় সম্পর্কে প্রচারণা চালাচ্ছেন। এসময় তিনি বাজারের দোকানদার, ক্রেতা ও পথচারীদের মাঝে নিজহাতে মাস্ক বিতরণ করেন।
এসময় অধিকাংশ মানুষকে মাস্কবিহীন অবস্থায় বাজারে চলাচল করতে দেখা যায়। ওসি তাদের ডেকে মাস্ক পরিধাণ করতে উৎসাহিত করেন। করোনার তৃতীয় ঢেউ রোধে নিজেকে এবং পরিবারকে প্রাণঘাতি করোনাভাইরাসের এই ক্রান্তিকালে এলাকাবাসীর উদ্দেশ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার ও সুরক্ষিত রাখতে জনসাধারণকে সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কালীগঞ্জ সার্কেল অফিসার ফারজানা ইয়াছমিন।
Leave a Reply