শেখ মাহাফুজ আলম:- আজ (২৪এপ্রিল) সকালে উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর তিন বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মহসিন মল্লিক (৪০)। তিনি ইউনিয়নের চররূপপুর নলগাড়ি এলাকার মৃত মকবুল মল্লিকের ছেলে। সে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান রোসেমের নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে প্রকল্পে এলাকা থেকে একটি মোটরসাইকেলে করে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন। ওই সময় পাবনা থেকে রূপপুরগামী একটি বেপরোয়া গতির ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা মহসিন গুরুতর আহত হন। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন মহসিনকে।
রূপপুর পারমাণবিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বিকাশ চক্রবর্তী জানান, দুর্ঘটনাকবলিত মটরসাইকেল ও ট্রাক উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন।