শেখ মাহাফুজ আলম :-করোনা ভাইরাস সংক্রমণ জনিত বৈশ্বিক সমস্যা বাংলাদেশকেও গ্রাস করেছে। আমাদের শতবর্ষের ইতিহাসে এটি ভয়াবহতম মানবিক বিপর্যয়ের ঘটনা। প্রতিনিয়ত আমাদের দেশে করোনা সংক্রমণ জনিত স্বাস্থ্যঝুঁকি বেড়েই চলেছে। এর আগেও বিশ্বে এ ধরনের স্বাস্থ্য বিপর্যয় নেমে এসেছে। প্লেগ-কলেরা-স্প্যানিস ফ্লুর মতো মহামারি মোকাবিলা করে মানব সভ্যতা টিকে আছে।সনজু খান বলেন আল্লাহ পাকের অসীম রহমতে এবারও আমরা করোনা দূর্যোগ মোকাবিলা করে টিকে থাকবো এই বিশ্বাস আমাদের আছে।কোনোভাবে দিশেহারা না হয়ে ধৈর্য, সাহসিকতা ও সচেতনতার মাধ্যমে করোনা কে মোকাবিলা করা।সনজু খান আরও বলেন আমি বন্যা-খরাসহ বিভিন্ন দূর্যোগ এ আমার প্রিয় ঈশ্বরদী,পাকশী,আটঘরিয়ার মানুষের পাশে ছিলাম আছি এবং থাকবো।এই মুহূর্তে সবাইকে স্ব-স্ব অবস্থানে স্বাস্থ্য-নিরাপত্তা নিশ্চিত করতে হবে।আমরা নিজেরাও নিরাপদ থাকবো, সে সঙ্গে অন্যকে পরিবার কে ও নিরাপদ রাখব।
Leave a Reply